পুলিশি ফতোয়া উপেক্ষা করে ডিওয়াইএফআই -এর কিচেনে ঝিঙে দান প্রহ্লাদের

0
76

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, নিদর্শন দেখালো এযুগের প্রহ্লাদ। বাড়িতে হাঁড়ি চড়ে না, তাই রায়গঞ্জ শহরের রিকশা চালক রবিবার দুপুরে খিদের জ্বালায় শিলিগুড়ি মোড়ের কিচেনে খেয়েছিলেন। বাড়িতে স্ত্রী কিছু খায়নি। আবদার করেছিলেন, ‘এক প্যাকেট খাবার দেবেন! স্ত্রী না খেয়ে আছে। একটু বাড়ি নিয়ে যাব!’ বাড়ি অনেক দূর, ইটাহার ব্লকের কুমেদপুর গ্রামে। রায়গঞ্জ শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে বাড়ি। সেই গরিব মানুষটার নাম প্রহ্লাদ রায়।

vegetable | newsfront.co
ঝিঙে দান। নিজস্ব চিত্র

রায়গঞ্জ থেকে প্রায় ২১ কিলোমিটার দূর থেকে সোমবার সকালে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ের ‘পরিযায়ী’ কমিউনিটি কিচেনে ফের হাজির রিকশা চালক প্রহ্লাদ রায়। রান্না ও প্যাকেজিংয়ের কাজ সবে শুরু হয়েছে। আর তখনই কিচেনের বাইরে বেরিয়ে দেখা যায় মানুষটা তার রিকশায় চাপিয়ে কেজি দশেক টাটকা ঝিঙে নিয়ে এসেছেন বাড়ি থেকে।

আরও পড়ুনঃ কনটেনমেন্ট জোনে খাদ্য সামগ্রী বিলি যুব তৃণমূলের

যে কিচেন থেকে কাল খাওয়া দাওয়া করে পরিবারের জন্য খাবার নিয়ে গেছেন সেই কিচেন পরিবারকেই কেজি দশেক ঝিঙে দেবেন বলে নিয়ে এসেছেন। নিজের বাড়ির সামান্য একফালি জায়গায় হয়েছে ঝিঙে। ক্ষেত থেকে ঝিঙে তুলেই নিয়ে এসেছেন তিনি।

ডিওয়াইএফআই জেলা সম্পাদক কার্তিক দাস, যুব নেতা প্রাণেশ সরকারের হাতে রিকশা থেকে ঝিঙে তুলে দিলেন প্রহ্লাদ বাবু। রবিবার যেখানে পুলিশ হুমকি দিয়েছিলো কিচেন বন্ধ করতে হবে, সেইখানে দাঁড়িয়েই গরিব মানুষের ঝিঙে দান কমিউনিটি কিচেনকে আরও প্রাণবন্ত করে তুললো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here