নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিখাঁড়দিয়ার অঞ্চলের নছেরপাড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ করল স্থানীয়রা । গত রাতে মারতে মারতে প্রাণে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় তার স্বামী মানিক সেখ বলে মৃতের পরিবারের অভিযোগ।
প্রায় ১২ বছর আগে জলঙ্গির ঝাউদিয়া গ্রামের রিমা বিবির বিয়ে হয় নছেরপাড়া গ্রামের মানিক সেখের সঙ্গে। তাদের দুটো ছেলেও রয়েছে , প্রথমদিকে খুব ভালোভাবেই চলছিল তাদের দাম্পত্য জীবন।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু, সঠিক তদন্ত ঘিরে সংশয়
তবে হঠাৎ করেই কেমন যেন বদলে যায় পরিবারের সবকিছুই ৷ প্রায় রাতে নেশা করে এসে স্ত্রী-পুত্রদের মানসিক- শারীরিক অত্যাচার করতো বলে জানান মৃত রিমা বিবির পরিবার। গত রাতেও একই অবস্থায় ফিরে রিমাকে শারীরিক নিগ্রহ করে এবং তার মৃত্যু হলে তাকে ঝুলিয়ে দেয় তার স্বামী, এমনটাই অভিযোগ করা হয়।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিদেশি মদ-সহ গ্রেফতার ২
খবর পেয়ে পরিবারের লোকজন জলঙ্গি থানায় জানালে সাথে সাথে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আজ সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় রিমা বিবির স্বামী মানিক সেখকে আটক করেছে জলঙ্গি থানার পুলিশ। তবে খুন নাকি আত্মহত্যা তদন্ত করছে জলঙ্গি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584