নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নদীর ধারে মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের কানুপুরের মিঞাপাড়ার ঘটনা। জানা যায়, মৃত ব্যক্তির নাম বারিক সেখ, বয়স আনুমানিক পঞ্চাশ বছর।

পরিবার সূত্রে খবর, বুধবার রাত ৯ টায় বাড়ি থেকে এক প্রতিবেশী ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়, তারপরে আর ফেরেনি। আর এদিন সকালে নদীর ধারে তাকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে এলাকার স্থানীয়রা। দেখা মাত্রই তড়িঘড়ি খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়া। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ বেলডাঙায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
তবে কে বা কারা এই ব্যক্তিকে খুন করেছে, তার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এখন পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাশাপাশি এহেন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়ায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584