নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বাতাসে পুজোর গন্ধ, ফুটে ওঠা সাদা কাশ ফুল ও পুজোর বার্তা ছড়িয়ে দিচ্ছে চারদিকে । কিন্তু এবার করোনায় ভেঙে পড়া অর্থনীতির জেরে পুজোয় নতুন কাপড় গায়ে তোলার স্বপ্নও দেখেনি অনেকে। সেই রকম পরিবার গুলির পাশে এসে দাঁড়াল আলিপুরদুয়ার শহরের দাস পরিবার।
আলিপুরদুয়ার শহরের আট নম্বর ওয়ার্ডের বাদল দাসকে এক ডাকে সকলেই চেনেন। সমাজ সেবক হিসেবে এলাকায় তিনি সুপরিচিত ছিলেন ৷ ২৫ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে বাদলবাবুর জীবনাবসান হয়।
তাঁর আত্মার শান্তি কামনায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহর ও শহর লাগোয়া এলাকার প্রায় দেড়শোর বেশি মানুষকে নতুন কাপড় , চাল, ডাল, সোয়াবিন, সাবান সহ মিষ্টি ও পানীয় জল বিতরণ করেন দাস পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ চিকিৎসকের অভাবে ধুঁকছে বটুন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র
বাদল কুমার দাসের ছোট ছেলে শিশির দাস বলেন, ” বাবা সব সময় সাধারণ মানুষদের খুব ভালো ভাসতেন। তাদের পাশে থাকার চেষ্টা করতেন।
আরও পড়ুনঃ একাধিক দাবিতে ফালাকাটায় মিছিল করলো সিপিআইএম
সেই কারণেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সামান্য সাহায্য করার চেষ্টা করেছি। সকলে খুশি হলে পরলোকে আমার বাবা খুশি হবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584