শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একের পর এক চিকিৎসকদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা রীতিমত চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের। এবার করোনা পজিটিভ রিপোর্ট এল শিয়ালদহ স্টেশনের পাশেই বিআর সিং হাসপাতালের মেডিকেল অফিসারের। সকালে রিপোর্ট আসা সত্ত্বেও দুপুর পর্যন্ত হাসপাতালের কোন কর্মীকে কোয়ারেন্টাইন না পাঠানো নিয়ে বিক্ষোভ শুরু করেন রেল ইউনিয়ন শ্রমিক সংগঠনের সদস্যরা। শেষ পর্যন্ত সকলের দাবি আক্রান্ত মহিলার সংস্পর্শে আসা ১৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠাতে রাজি হন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, এই হাসপাতালের ভিতরেই চিকিৎসকদের আবাসনে থাকেন ওই মহিলা অফিসার। জরুরি বিভাগের কর্তব্যরত মহিলা মেডিকেল অফিসারের তিন দিন আগে করোনা উপসর্গ দেখা দেয়। সোমবার তাঁর জ্বর, গলা-ব্যথা শুরু হয়। বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন। এরপর তাঁর লালারসের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হলে সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে।
এরপরই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। মেডিকেল অফিসার হওয়ার কারণে তিনি অনেকেরই সংস্পর্শে এসেছিলেন। অভিযোগ, রিপোর্ট সকালে এলেও বুধবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংস্পর্শে আসা কাউকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। উল্টে হাসপাতালে স্বাভাবিক পরিষেবা চালু রাখা হয়েছে।
এর জেরে হাসপাতালের এমডিকে ঘেরাও করেন চিকিৎসক থেকে হাসপাতালের সর্বস্তরের কর্মীরা। রেলের মেনস উনিয়ন কর্মীরাও বিক্ষোভে শামিল হওয়ার পাশাপাশি চিফ মেডিক্যাল ডিরেক্টরকে লিখিতভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।
তারপরেই আপাতত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, করোনা আক্রান্ত ওই মহিলা চিকিৎসককে ইএম বাইপাসে সংলগ্ন পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584