মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
শনিবার উত্তরপ্রদেশের বরিলির বড়দারি এলাকায় ১২ বছরের এক নাবালককে পুলিশ মারধর করে বলে অভিযোগ। আক্রান্তের নাম হর্ষ গুপ্ত। হর্ষ-র বাবা পেশায় একজন ফল বিক্রেতা। ছেলেকে ফল বিক্রির দায়িত্ব দিয়ে স্নান করতে গিয়েছিলেন বাবা। ঠিক সেইসময় পুলিশ এসে চড়াও হয় হর্ষ-র ওপর।
ইউপি প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পরে, অতিরিক্ত এসপি (শহর) কে মামলার তদন্ত করতে বলা হয়। ঘটনার ভিডিওটিতে ১২ বছরের ছেলেটিকে কাঁদতে দেখা যায়। ভিডিওটি রেকর্ডে শোনা যাচ্ছে যে, হর্ষকে ২ পুলিশ কর্মী মারধর করছেন। শিশুটির ফোলা হাতটিও ভিডিওতে স্পষ্টভাবে দৃশ্যমান। ঘটনাটি সিন্ধুনগর এলাকায় ঘটে যা বড়দারি থানার আওতাধীন।
इस आपातकाल में बहुत सारे बच्चे अनाथ हो गये हैं और दर-दर भटकने पर मजबूर हैं. प्रदेश में भाजपा सरकार ऐसी परिस्थितियों में भी उन बच्चों तक को प्रताड़ित कर रही है, जो ‘आत्मनिर्भर’ बनकर दो वक़्त की रोटी कमाने की कोशिश कर रहे हैं.
काश बच्चों का दर्द समझनेवाले दयावान सत्ता में होते. pic.twitter.com/bHQBjFVEy5
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 16, 2020
আরও পড়ুনঃ ৩১ মে পর্যন্ত চতুর্থদফার লকডাউন, বিজ্ঞপ্তি প্রকাশ
সুত্রের খবর, হর্ষ-র বাবা সবজি এবং ফল বিক্রেতা। নিজের বাড়ির বাইরে শাকসবজি বিক্রি করেন তিনি। হর্ষ গুপ্ত জানান, বাবা স্নানের জন্য যাওয়ায় তিনি ফল বিক্রি করছিলেন। সে যখন কোনও ক্রেতাকে ফল বিক্রি করছিল তখন দু’জন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পরে, ওই পুলিশ কর্মীরা ১২ বছর বয়সী ছেলেটিকে নির্যাতন করে এবং লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
আক্রান্তের বাবা উমেশ বলেন, সরকার শাকসবজি ও ফল বিক্রির অনুমতি দিয়েছে। কিন্তু বিনা কারণে পুলিশ তাদের ওপর চড়াও হচ্ছে। উমেশ জানিয়েছেন যে, এই ঘটনার পর তিনি ১১২ ডায়াল করে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584