নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
টাকা চাওয়ায় ক্রুদ্ধ মালিকের পা চেটে ‘ভুলে’র প্রায়শ্চিত্ত করতে হল উত্তর প্রদেশের এক দলিত ছাত্রকে। উত্তর প্রদেশের রায়বেরিলিতে ঘটেছে এমন ন্যক্কারজনক ঘটনা এবং সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে দলিত ঐ কিশোর দশম শ্রেণীর ছাত্র।
বেশ কয়েকটি পর্যায়ে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওর একটি অংশে দেখা গিয়েছে বাইকে বসে থাকা এক ব্যক্তির সামনে কান ধরে হাঁটু মুড়ে বসে রয়েছেন ছাত্রটি। এবং বাইকে বসে থাকা যুবকের পা চাটতে দেখা যায় ঐ কিশোরকে। সে ভিডিওতে দেখা যাচ্ছে অপমানে লজ্জায় সারা শরীর কাঁপছে ছেলেটির। পাশাপাশি তাকে ঘিরে বেশ কয়েকজনের হাসির শব্দও শোনা যায় ভিডিওতে। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে ঐ ছাত্রকে প্রচন্ড মারধোর করছে কয়েকজন মিলে। এমনকি গাঁজা বিক্রি না করেও সেই অপরাধের দায় নিতে হল ক্যামেরায় ভিডিয়ো রেকর্ডিং চালাকালীন। জানা গিয়েছে ঐ কিশোরের মা অন্যের জমিতে কাজ করেন, কঠোর পরিশ্রম করেও প্রাপ্য অর্থ হাতে পান না। জমির মালিকের কাছে তাই মায়ের হয়ে দরবার করতে গিয়েছিল ছেলে। পরিবর্তে অপদস্থ হয়ে ফিরতে হল তাকে সঙ্গে জুটল মারধর, অপমান, গাঁজা বিক্রির দায়। অবশেষে মালিকের জুতোও চাটতে হল তাকে।
আরও পড়ুনঃ Hanuman Jayanti clash: কোন VHP বা বজরং দল কর্মীকে জড়ালে VHP যুদ্ধে নামবে দিল্লি পুলিশের বিরুদ্ধে
ভাইরাল ভিডিয়োটি দেখে স্বতঃপ্রণোদিত হয়েই মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ, এমনটাই খবর পুলিশ সূত্রে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুধু যে টাকা চাওয়ার কারণে ঐ ছাত্রকে মারধোর করা হয়েছে এমন নয়। ভিডিওতে বলা হয়েছে তার মূল অপরাধ, একজন নিম্নবর্গের মানুষ হয়েও উচ্চবর্ণের সামনে মুখ খোলা। ওই কিশোরের অভিযোগের ভিত্তিতে সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584