শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের ভয়াবহ আগুন লাগল বড়বাজারের একটি বহুতলে। শুক্রবার সকাল ১১ টা নাগাদ ২০ নম্বর হরিণ বাড়ি লেনের একটি বাড়ি থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়াতেও শুরু করে। রাস্তা সরু থাকায় ইঞ্জিন ঢুকতেও সমস্যা হয়। প্রায় ঘন্টাদু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে খবর, বাড়িটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়াতে থাকে। বাড়ির একদিকের দেওয়াল ধসে রাস্তায় পড়ে। ২০ নম্বর হরিণ বাড়ি লেনের এই চারতলা বাড়িতে জরির কাজ করা হয়। ছোট ছোট একচিলতে ঘরে প্লাস্টিক চপ্পলের গুদাম ঘর হিসেবে বাড়ির একাংশ ভাড়া দেওয়া হয়েছে। গিফট প্যাক করার জন্য রকমারি কাগজের গুদামও আছে। আবার গুদামের এক কোণেই থাকতেন শ্রমিকরা। দমকলের অনুমান, সেখানে পাম্প করা স্টোভে রান্না শুরু করার পর স্টোভ ফেটে যায়। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
আরও পড়ুনঃ বাংলায় দশদিনে দ্বিগুণ বৃদ্ধি কনটেনমেন্ট জোন
এদিকে ৬ তলা বাড়িটিতে ৪ তলা থেকে আচমকাই দাউদাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। বাড়িটিতে কয়েকজন বাসিন্দাও রয়েছেন। করোনা আতঙ্কের মাঝেও ভয় পেয়ে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তারপর দুপুর ১ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584