নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। মঙ্গলবার বৃদ্ধ বাবা ছেলের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সম্পূর্ণ ঘটনাটির তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার যদুপুর এলাকার ৭৫ বছরের বৃদ্ধ প্রভু রাম মন্ডল ও তার স্ত্রী কুসমি মন্ডল বসবাস করে। তাদের দুই ছেলে। বড় ছেলে অরুন মন্ডল সে ইংরেজবাজার সাগরদিঘী এলাকায় বাড়ি করে বসবাস করে। অন্যদিকে ছোটছেলে বিশ্বজিৎ মন্ডল নিজের বাড়িতে থাকলেও বাবা মা’র সাথে থাকে না। দীর্ঘদিন ধরে অভিযোগ, তার ছোট ছেলে বিশ্বজিৎ মন্ডল তার বাবা-মাকে দেখেনা চিকিৎসা খরচ দেয় না খাওয়া-দাওয়াও দেয়না। ফলে বৃদ্ধ বাবা তার একটি গরুর দুধ বিক্রি করে যা উপার্জন হয়, তা থেকেই তাদের স্বামী স্ত্রীর কোনরকম চলে। ছোট ছেলে বাড়িতে থাকলেও সে এই বৃদ্ধ বাবা-মাকে দেখেনা বরঞ্চ তাদেরকে প্রায় মারধর করে বলে অভিযোগ। তাদেরকে বাড়ি থেকে বার করার চেষ্টাও করে।
আরও পড়ুনঃ করোনা পজিটিভ কালিয়াগঞ্জ থানার টাউনবাবু
সোমবার গরু বাধা নিয়ে বিবাদের জেরে ছোট ছেলে বিশ্বজিৎ মন্ডল তার বৃদ্ধ বাবাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাই মঙ্গলবার বৃদ্ধ বাবা ছেলের নামে লিখিত অভিযোগ করে ইংরেজবাজার থানায়। বৃদ্ধ প্রভু রাম মন্ডল জানান, তার জায়গায় তার ছোট ছেলে গরু বেঁধেছিলো এবং সেটাই সে আপত্তি করেছিল। যার ফলে ছেলে তাকে মারধর করে। তারা দুজনই খুব ভয়ে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত ছেলে ও বৌমার হাতে তারা আক্রান্ত হচ্ছেন। তাদেরকে প্রায় মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে বৃদ্ধ পিতার অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584