অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তি,অনুমান বুনো শুয়োর

0
119

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

animal attack to a person
আক্রান্ত অনিল পুইল্যা।নিজস্ব চিত্র

ভরদুপুরে হঠাৎ অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর জখম ঘাটাল থানার দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়ানচক গ্রামেরই পুইল্যা পাড়ার অনিল পুইল্যা(৬০)।শনিবার ৩১ শে মার্চ দুপুর ১টা।পেশায় কৃষিজীবী অনিল বাবু জমি থেকে ফিরে স্নান খাওয়ার কাজে বাড়ির উঠুনে ছিলেন। হঠাৎ তাঁর উপর অতিকায় এক দাঁতালের আক্রমণ!

animal attack to a person
প্রতীকী ছবি

তিনি বলেন,আমি বুঝে উঠার আগেই আমায় সজোরে আঘাত করে সে।সামনের একটি কংক্রিটের খুঁটিতে ধাক্কা লেগে আমি পড়ে যাই। আমার কটিভাগ ও পায়ের থেকে রক্ত বেরিয়ে আসতে থাকলে আমার মাথা ঘুরে যায়।গুরুতর জখম প্রায় অচেতন অনিল বাবুকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দেখা যায় দু জায়গায় গভীর ক্ষত,মোট ছটি সেলাই করতে হয়।

আরও পড়ুনঃ বৈঠকে আক্রমণের অভিযোগে পথ অবরোধ বিজেপির

animal attack to a person
আক্রান্তের ভাইপো।নিজস্ব চিত্র

অনিলবাবুর ভাইপো জানান গত তিনদিন ধরে তিনটি বুনো শুয়োর তাঁদের এলাকায় ঘোরাঘুরি করছে।দেওয়ানচকের অন্নপূর্ণা মাঠে প্রায়শই তাদের দেখা যাচ্ছে।তাদের অতিকায় চেহারা,এবং বেশ বড় দাঁতও আছে।তাই ধারনা করা হচ্ছে সেদিন অনিলবাবুকে ওই বুনো শুয়োরই আক্রমণ করেছিল।

ঘটনার সত্যতা যাচাইয়ের স্বার্থে আমরা ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্টের রেঞ্জারের সাথে যোগাযোগ করি। ফরেস্ট রেঞ্জার প্রদীপ গিরি বলেন,সোমবারই ঘাটাল থানার দেওয়ানচক এলাকায় বনশুকর বেরিয়েছে বলে খবর পেয়েছি।কিন্তু তারপর থেকে আর প্রাণীগুলিকে দেখা যাচ্ছে না।এলাকায় বনদপ্তরের কর্মীরা রয়েছেন। বিষয়টি তাঁদের নজরে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here