নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
অবশেষে যন্ত্রণা থেকে মুক্তি পেল আমেরিকায় প্রথম করোনা আক্রান্ত পোষ্য জার্মান শেপার্ড বাডি। গত জুন মাসে আমেরিকার একাধিক সংস্থা জানিয়েছিল, বাডিই প্রথম সেখানকার করোনা আক্রান্ত পোষ্য। বাডির করোনা উপসর্গ দেখা দেওয়ার আগে তার এক মালিক রবার্ট মাহোনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। বাডির অন্য এক মালিকেরও করোনার উপসর্গ দেখা দিয়েছিল। জানা গিয়েছে, এপ্রিলের মাঝামাঝি নাগাদ রবার্টের করোনা আক্রান্ত হওয়ার সময়েই বাডির শ্বাসকষ্ট শুরু হয়।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে শ্বাসকষ্ট এবং শ্লেষ্মার কারণে বাডির স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। এরপরই ১১ ই জুলাই বাডির রক্ত বমি শুরু হয়। যদিও বাডির মৃত্যুর জন্য করোনা ভাইরাস দায়ি কিনা তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ বেইরুট বিস্ফোরণে মজুত খাদ্যশস্য ক্ষতিগ্রস্থ, চিন্তিত লেবানন সরকার
তবে কীভাবে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ মানুষের দেহ থেকে পশুদের দেহে ছড়িয়ে পরে। হং কংয়ের দুটি কুকুরের গবেষণায় সেই তথ্য প্রমাণিত হয়েছিল, যা মে মাসে জার্নাল নেচারে প্রকাশিত হয়েছিল এবং ভাইরাস সংক্রমণের প্রমাণ দেখিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584