দেশের সংকটে মানবিক পোস্টম্যান

0
47

মোহনা বিশ্বাস, হুগলিঃ

গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। দামাল এই ভাইরাস থাবা বসিয়েছে ভারতেও। গুটি গুটি পায়ে আমাদের রাজ্যেও চলে এসেছেন এই বিশেষ অতিথি। এই মারণ ভাইরাস থুড়ি নতুন অতিথিকে সাদরে বরণও করে নিচ্ছেন বেশ কিছু রাজ্যবাসী। আবার অনেকে ভয়ও পাচ্ছেন করোনা নামক এই নতুন উৎপাতকে। এই ভাইরাসকে চোখেও দেখা যায়না। কোথায় কার শরীরে কখন যে ঢুকে পড়ছে তা টের পাচ্ছেন না কেউ। ভাইরাসের নামে এ কোন বিষ এল এ রাজ্যে? চিন্তিত সকলেই। করোনাকে বাগে আনতে দেশজুড়ে চলছে লকডাউন। বিশেষ করে বয়স্কদের ও শিশুদের একেবারে জাপটে ধরছে করোনা।

old man |newsfront.co
নিজস্ব চিত্র

তাই বয়স্ক মানুষ ও শিশুদের বাড়ি থেকে বেরনো একেবারেই বন্ধ।ওদিকে মাসের শুরুতেই ফোনে একটা মেসেজ যে চলে এল। অ্যাকাউন্টে পেনশন ঢুকল যে। এবার কি হবে? কে যাবে পেনশন তুলতে? এরকমই কিছু প্রশ্ন কয়েকদিন ধরেই চিন্তায় ফেলেছিল রাধাগোবিন্দ চট্টোপাধ্যায়কে। সত্তরোর্ধ্ব বয়স হয়েছে তাঁর। বাড়ি ব্যান্ডেলের বালির মোড় এলাকায়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শরীরও তেমন সায় দেয়না আর। পেনশন তুলে এনে দেওয়ার মতোও কেউ নেই তার বাড়িতে।

আরও পড়ুনঃ পথপ্রানীদের খাবারের জন্য এগিয়ে এলো রায়গঞ্জের কালচারাল ফোরামের কর্মকর্তারা

এই দুঃসময় ভারতীয় ডাক বিভাগের কথাই সবার প্রথমে মাথায় এসেছিল তাঁর। ব্যাস তারপর ভাবা মাত্রই কাজ। তাঁর অসুস্থতার কথা জানিয়ে পোষ্টাল ডিপার্টমেন্টে আবেদন করেন রাধাগোবিন্দ বাবু। সঙ্গে এও জানান যে, ওনার বাড়ীতে কেউ নেই যে তাকে তার পেনশনটা তুলে এনে দেবে। পেনশন হোল্ডারের এই আবেদনে সাড়া দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। এই অসহায় বয়স্ক পেনশনার রাধাগোবিন্দ বাবুর বাড়ীতে এসে তাঁর হাতে পেনশন তুলে দিলেন হুগলী ডাক ঘরের পোস্টম্যান অতনু চক্রবর্তী।

পোস্টম্যান অতনু বলেন, “দেশের এইরকম কঠিন পরিস্থিতিতে এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি ভারতীয় মজদুর সংঘের একজন সৈনিক। এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের তিনটি মন্ত্রে আমরা দীক্ষিত দেশকে হাত মে করঙ্গে কাম, অর্থাৎ দেশহীত, তারপর সংগঠন হাত অর্থাৎ যে সংস্থায় কাজ করি তাকে রক্ষা করা, তারপর কর্মচারী হাত অর্থাৎ কর্মচারীদের স্বার্থে লড়াই করতে হবে।” ভারতীয় ডাক বিভাগের কাছ থেকে এইরকম সাহায্য পেয়ে খুশি পেনশেন হোল্ডার রাধাগোবিন্দ চট্টোপাধ্যায়। সম্প্রতি করোনা মোকাবিলায় মানবিকতার খাতিরে এগিয়ে আসছেন অনেকেই। তবে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে পোস্টম্যানের এইরূপ মানবিকতা নজিরবিহীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here