ওয়েবডেস্কঃ
‘ফ্রিডম টু চুজ’ টুইটারে প্রত্যুত্তরে এ.আর. রহমান ! মেয়ের বোরখা পরা নিয়ে নেটিজেনদের নীতি পুলিশীর বিরুদ্ধে এবার মুখ খুললেন অস্কার জয়ী বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান ।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার জন্য অস্কার জয় করে ২০০৯ সালে সংগীত জগতে ইতিহাস গড়েছিলেন এ. আর. রহমান । কয়েকদিন আগে মুম্বাইয়ে স্লামডগ মিলিয়নিয়ার এর অস্কার জয়ের ১০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয় । অনুষ্ঠানে দেখা যায় এ.আর. রহমানের কন্যা খাতিজা বোরখা পরে মঞ্চে উঠে বক্তব্য রাখেন ।
খাতিজার বোরখা পরা ওই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই নেটিজেনদের নীতি পুলিশীর শিকার হন এ. আর. রহমান । তার মেয়ের বোরখা পরা নিয়ে নানা ভাবে তাকে সমালোচনা করেন নেটিজেনদের একাংশ ।
নেটিজেনদের এই নীতি পুলিশীর জবাব দিয়ে সংগীত পরিচালক এ. আর. রহমান তাঁর টুইটারে নীতা আম্বানির সঙ্গে তাঁর পরিবারের তিন মহিলার একটি ছবি পোস্ট করেন এবং লেখেন “নীতা অম্বানীজির সঙ্গে আমার পরিবারের তিন অমূল্য রত্ন মহিলা খাতিজা, রহিমা ও সায়রা। #ফ্রিডমটুচুজ।”
The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA
— A.R.Rahman (@arrahman) February 6, 2019
তিনি বরাবরই মৃদুভাষী ,বেশি কথার মানুষ নন । তাই অল্প কথায় টুইটারে নীতিপুলিশ নেটিজেনদের প্রতি তাঁর এই জবাবে তিনি প্রশংসিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।
(ছবি সৌজন্যে-https://twitter.com/Showbiz_IT/status/1093444435763855361?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584