মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। পশ্চিমবঙ্গে দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। এহেন পরিস্থিতিতে দিনরাত এক করে যাঁরা রাজ্যবাসীকে সর্বক্ষণ নিরাপত্তা দিচ্ছেন সেই সকল করোনা যোদ্ধাদের সুরক্ষা দিতে পাশে দাঁড়াল একটি অভিজাত জুয়েলারি সংস্থা।
কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াইরত কলকাতা পুলিশের অগ্রণী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম যেমন, পিপিই কিটস, হেড শিল্ড, মাস্কস, ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে মেশিন, ফগার দান করলো।
রবিবার এই সংস্থার পক্ষ থেকে সংস্থার সিএমডি শংকর সেন এবং ইডি শুভঙ্কর সেন স্বাস্থ্য সরঞ্জামগুলি তুলে দেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ (সদর দফতর), আইপিএস শুভঙ্কর সিনহা সরকার, জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ইন্টেলিজেন্স) আইপিএস , ওএসডি দিলীপ বন্দ্যোপাধ্যায় এবং জয়েন্ট কমিশনার অফ পুলিশ , স্পেশাল ব্রাঞ্চ (সুরক্ষা) দীপ নারায়ণ গোস্বামী-এর হাতে।
আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে আপনার মনের কথা জানতে চান মোদী
প্রসঙ্গত, এর আগে এই অভিজাত জুয়েলারি সংস্থাটি কলকাতা পৌরসংস্থাকে পিপিই, স্যানিটাইজার এবং সুরক্ষা কিট দান করেছিল। এই সংস্থা পিএম কেয়ারস তহবিল এবং পশ্চিমবঙ্গ রাজ্য জরুরী ত্রাণ তহবিলের জন্য একত্রে দেড় কোটি টাকা অনুদানও দিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584