নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা বিবেকানন্দ গ্রামীণ মেলার দ্বিতীয় দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা সভার আয়োজন করলো বিদ্যাসাগর দ্বিশতবর্ষ উদযাপন কমিটি। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন বিদ্যাসাগরের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে পদযাত্রায় পা মেলায় ছাত্র ছাত্রীরা। এদিনের এই পদযাত্রা সারা খাজরা বাজার এলাকা পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এদিন মেলার মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই আলোচনা সভা সংগঠিত হয়। বিশিষ্ট অতিথিরা বিদ্যাসাগরের নানা কাহিনি তুলে ধরেন বক্তব্যে। এদিন ছাত্র ছাত্রীরা নাচ,গান আবৃত্তি পরিবেশন করে। সংগঠনের পক্ষ থেকে এদিন প্রায় এলাকার ৫০ জন গরীব ও দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিদ্যাসাগরের ২০১ তম জন্মবর্ষে তাঁর জীবনাদর্শের চর্চা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ফালাকাটায় জমির পাট্টা বিতরণ
বিদ্যাসাগর দ্বিশত বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে খাজরা বিবেকানন্দ গ্রামীণ মেলাতে একটি স্টলও খোলা হয়েছে। এই স্টলে বিভিন্ন মনীষীদের বইয়ের সমাহার রয়েছে।উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক পরেশ বেরা,কবি ও সাহিত্যিক শুভাষ জানা,বিশিষ্ট শিক্ষক স্বরুপ প্রামানিক ,বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য,সংগঠনের সম্পাদক অনুপ কুমার মাইতি,সভাপতি অরুন পাত্র,সংগঠনের ব্লক কমিটির সম্পাদক প্রবীর ভট্টাচার্য সহ অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584