নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সংস্থাগত ভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে এই সঙ্কটের মধ্যে মানুষের পাশে এসে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের সঞ্জীবন মজুমদার নামে এক সমাজকর্মী। তিনি ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় শতাধিক পরিবারের হাতে তুলে দিলেন চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
তাঁর নিজস্ব সঞ্চয় থেকেই তৈরি করেন তহবিল এবং এ বিষয়ে উদ্যোগ নেন। গুঞ্জরিয়ার মতন প্রত্যন্ত এলাকার মানুষ এই সামগ্রী পেয়ে খুশি।
আরও পড়ুনঃ অসহায় মানুষদের সাহায্যের স্বার্থে কলোনিতে ত্রাণ পৌঁছে দিল স্বেচ্ছাসেবী সংস্থা
বৃহস্পতিবার ওই এলাকার মানুষদের মধ্যে তিনি খাদ্য সামগ্রী বণ্টন করেন। তিনি জানান, এই দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষ যারা রয়েছেন তাদের হাতে একটু খাবার তুলে দিতে পেরে তিনি আনন্দিত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584