নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
যোগীর রাজ্য প্ৰতক্ষ করল আরেকটি ভয়াবহ ঘটনা। সম্বলের একটি সরকারি হাসপাতালে স্ট্রেচারে শায়িত মরদেহ খুবলে খেল কুকুর। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দৃশ্য দেখে শিউরে উঠছেন মানুষ। উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা আরও একবার চাক্ষুষ করলেন দেশ বিদেশের মানুষ। ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।
বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় আহত এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি, অন্যদিকে কিশোরীর বাবার দাবি, তাঁর মেয়েকে দেড় ঘণ্টা শুধুই ফেলে রাখা হয় স্ট্রেচারে, কোনও চিকিৎসাই করা হয়নি।
संभल में स्वास्थ्य सेवाओं की रोंगटे खड़े कर देने वाली खौफनाक तस्वीर आई सामने।जिला अस्पताल में स्वास्थ्य कर्मियों की लापरवाही की वजह से स्ट्रेचर पर रखे बच्ची के शव को कुत्तों ने नोच कर खाया। जांच करा लापवाही बरतने वालों के खिलाफ हो सख्त कार्रवाई। शोकाकुल परिवार के प्रति संवेदना! pic.twitter.com/3tgEHCTQpb
— Samajwadi Party (@samajwadiparty) November 26, 2020
এরপর সেই দেহ হাসপাতালের স্ট্রেচারে থাকা অবস্থায় খুবলে খেলো একটি কুকুর। এটি শুধুমাত্র অভিযোগ নয়, ঘটনার প্রত্যক্ষ নিদর্শন ধরা রয়েছে ভিডিওগ্রাফিতে। সেই ভিডিও শেয়ার করে উত্তরপ্রদেশ সরকারের তীব্র নিন্দা করেছে সমাজবাদী পার্টি।
পরিবারের দাবি যথারীতি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভিতরে কুকুরের আনাগোনার কথা স্বীকার করলেও এক্ষেত্রে মৃতদেহ ফেলে রাখার গাফিলতি মানতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত
দায়িত্বশীল এক চিকিৎসক জানিয়েছেন, যাবতীয় সরকারি নিয়ম মেনে কিশোরীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারা দেহ নিয়ে যেতে দেরি করায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এই ঘটনার আভ্যন্তরীণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাফিলতির অভিযোগে এক সাফাইকর্মী এবং এক ওয়ার্ডবয়কে বরখাস্ত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584