নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এবার করোনা আক্রান্ত হলেন কালিয়াগঞ্জ থানার এক সাব-ইন্সপেক্টর। সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানায় কর্মরত এই পুলিশ অফিসারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই হইচই শুরু হয়েছে থানার অন্দরমহলে। কালিয়াগঞ্জের টাউনবাবু হিসাবে শহরে গত কয়েকমাস ধরে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত ছিলেন এই পুলিশ অফিসার।
বিশেষ করে লকডাউনের সময় লাঠি হাতে নিয়ে শহরে দাপিয়ে বেড়িয়েছেন এই পুলিশ অফিসার। এবারে সেই অফিসার করোনা আক্রান্ত হওয়ার ফলে লকডাউনের দিনগুলোতে শহরের আইন শৃঙ্খলা সামলাতে পুলিশকে আরও কঠোর হতে হবে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপসর্গ ছাড়াই এই পুলিশ অফিসার দুদিন আগে লালারস পরীক্ষার জন্য দিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় তার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। কালিয়াগঞ্জ থানার পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলে ডিউটি করার কারণে বহু মানুষের সংস্পর্শে এসেছেন তিনি।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে খালি সেফটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু দুই যুবকের
এই মানুষদের কিভাবে চিহ্নিত করা হবে, তা এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দফতরের কাছে। তাকে ইতিমধ্যেই রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584