শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মানুষ কাজের চাপে বা মনের ভুলে অনেক কিছুই ফেলে চলে আসে। কিন্তু বাবা-মা হয়ে ট্যাক্সিতে বাচ্চাকে ফেলে রেখে চলে যাওয়ার ঘটনা সত্যিই বিরল। কিন্তু একাদশীর দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর এমনই অদ্ভুত ঘটনা ঘটল এয়ারপোর্টের এক ট্যাক্সি চালকের সঙ্গে।
যদিও ট্যাক্সিচালক শিশুটিকে নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ তাকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়। পুরো ঘটনা নিজেদের ফেসবুক পেজে তুলে ধরেছে বিধাননগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। তাঁদের সঙ্গে ছিল তাঁদের সন্তানও। যাত্রার ধকলে ক্লান্ত হয়ে ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল সে। ট্যাক্সি আলমবাজারে এসে পৌঁছলে দুজনেই তাড়াতাড়ি করে ভাড়া দিয়ে নেমে যান। ট্যাক্সিচালকও সেখান থেকে তার অন্য গন্তব্যে চলে যান।
আরও পড়ুনঃ আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা! অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস সৃজিত-নুসরতদের
কিন্তু বেশ কিছুটা যাওয়ার পর তিনি খেয়াল করেন পিছনে বাচ্চাটি রয়েছে। ততক্ষণে তিনি বিধাননগর এলাকায় চলে এসেছেন। আলমবাজারে কোথায় দম্পতিকে ছেড়েছিলেন, তাও মনে ছিল না। তৎক্ষনাৎ এনএসসিবিআই ট্রাফিক গার্ড পুলিসে ঘটনাটি জানান ওই ট্যাক্সি চালক।
আরও পড়ুনঃ করোনা রুখতে মণ্ডপ চত্বরেই কৃত্রিম জলাধারে প্রতিমা নিরঞ্জন করে নজির ত্রিধারা সম্মিলনীর
এরপর ওই ট্যাক্সি চালকের সাহায্যে নিয়ে বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে রাতে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি।
তবে বিষয়টি সকলের নজরে পড়তেই কটাক্ষের শিকার হতে হচ্ছে ওই দম্পতিকে। বাবা মা হয়ে কিভাবে তারা এরকম দায়িত্বজ্ঞানহীনের মত আচরণ করলেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই ট্যাক্সিচালকের প্রশংসার পাশাপাশি দম্পতির শাস্তির দাবিও জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584