সচেতনতার উদ্যোগে মাস্ক বিলি শিক্ষকের

0
24

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মুখে মাস্ক না পরে বাইরে বের হওয়া সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে ও তাদের হাত স্যানিটাইজারের মাধ্যমে পরিষ্কার করার কাজ করে চলেছেন রায়গঞ্জের বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডল। রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি মানুষের হাতে কাপড়ের তৈরি মাস্ক তুলে দিচ্ছেন।

Mask distribution | newsfront.co
নিজস্ব চিত্র

বিপ্লববাবু জানান অনেকেই সচেতনতার অভাবে অথবা ভুলবশত মাস্ক না পরেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন। ফলে করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। যেহেতু এই রোগের প্রতিষেধক নেই তাই সচেতনতাই একমাত্র বাঁচার উপায়। তাই আমি মানুষের মধ্যে মাস্ক বিলি ও হ্যান্ড স্যানিটাইজিংয়ের বিষয়ে সাহায্য করছি।

আরও পড়ুনঃ লকডাউন ভাঙলে লাঠির বদলে মিলছে গোলাপ-মিষ্টি, পুলিশের নয়া উদ্যোগ

এঘটনায় স্বাভাবিকভাবেই খুশি রায়গঞ্জের পুলিশ প্রশাসন। তারা বলেছে, বিপ্লববাবু যে কাজ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এর বিনিময়ে তিনি কোনও টাকা পয়সা নিচ্ছেন না। তাঁর উদ্দেশ্য একটাই, সকলে মিলে মারণ ভাইরাসের মোকাবিলা করার জন্য সচেতনতা বৃদ্ধি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here