নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পেশায় প্রাথমিক শিক্ষক বিপ্লব কর্মকার। করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে নিজের বাইকে চেপেই গ্রাম থেকে শহর ঘুরে বেড়াচ্ছেন তিনি। বাইকের সামনে করোনা ভাইরাসের মডেল। মোটর বাইকের বিভিন্ন জায়গায় লেখা, ‘মাস্ক পরুন ৷ সাবান দিয়ে হাত ধুতে থাকুন ৷ সামাজিক দূরত্ব বজায় রাখুন৷’ এভাবেই সচেতনতার বার্তা দিচ্ছেন তিনি।
লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল। হাতে সময় অফুরন্ত। আর সেই সময়কে কাজে লাগিয়েই মানুষকে সচেতন করে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা জুড়ে পালিত মার্ক্সের জন্মদিন
বাহিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লববাবু বলেন, ‘সাধারণ মানুষদের সচেতন করার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ির মধ্যে করোনা সংক্রান্ত বিষয়ে পোস্টার লাগিয়ে গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলের ঘুরে বেরালে মানুষ যদি সচেতন হয়, সেজন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584