নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
চুরি করতে ঢুকে ওই ফ্ল্যাটেই তিনদিন ধরে খেলেন ঘুমালেন চোর! হ্যাঁ। একেবারে এটাই ঘটেছে গুলশানের একটি ফ্ল্যাটে। বেশ কিছুদিন আগে গুলশানের ভাড়ার ফ্ল্যাটে তালা দিয়ে যুক্তরাষ্ট্র গেছেন নর্থ অ্যান্ড কফির ম্যানেজিং ডিরেক্টর রিচার্ড হাবার্ড। যুক্তরাষ্ট্র থেকে সিসিটিভি ফুটেজে দেখেন তাঁর সেই ফ্ল্যাটে কেউ রয়েছেন। তিনি বিষয়টি জানানোর পর পুলিশ ওই ফ্ল্যাটে তল্লাশি চালায়। আর ঠিক রিচার্ড হাবার্ড যা সন্দেহ করেছিলেন তা একদম সত্যি। ওই ফ্ল্যাটে পুলিশ সত্যিই খুঁজে পায় এক ব্যক্তিকে। পুলিশ বলছে, চুরি করতে ঢুকে তিন দিন ধরে সেই ব্যক্তি ওই ফ্ল্যাটেই ছিলেন।
পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম মাসুম। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিন মাস ধরে এই মাসুমকে তাঁরা খুঁজছিলেন। গুলশানের ১১৭ নম্বর সড়কের এক বাড়িতে চুরি হয়েছিল। সেখানকার একটা ফুটেজ পেয়েছিল পুলিশ। সেই ফুটেজে দেখা গেছিল চোর ড্যান্স করছে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মাসুমের ঢাকায় বাড়িঘর নেই, তাই তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে বছর দুয়েক আগে এক ইতালীয় নাগরিকের বাড়িতে চুরির দায়ে মাসুমকে জেলে পাঠানো হয়েছিল।
আরও পড়ুনঃ ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ
তিনি আরও বলেন, কোনো ফ্ল্যাট কিছুদিন অন্ধকার থাকতে দেখলে মাসুম সেটায় কৌশলে ঢুকে পড়েন। এখানেও একই ঘটনা ঘটেছে। শনিবার এই ভবনের নিরাপত্তারক্ষীরা থানায় যোগাযোগ করেন। এরপরই চোর খোঁজে ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ আর খুঁজে পায় মাসুমকে। জানা যায়, চুরি করতে ওই ফ্ল্যাটে গেছিলেন মাসুম। কিন্তু সেখানে গিয়ে তিনদিন ধরে ওই ফ্ল্যাটেই খেলেন ও ঘুমালেন চোর মাসুম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584