উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
ভরদুপুরে নৈহাটিতে চলল গুলি। গুলিতে জখম হন একজন। জখম ব্যক্তির নাম রাজেশ সাউ। তিনি পরিচিতের একজনের ফোনে বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় কলকাতার আরজিকর হাসপাতালে। কে গুলি চালাল, তা জানা যায়নি। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এদিন দুপুরে স্থানীয় গৌরীপুর জুটমিলের পিছনে ডেকে নিয়ে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লাগে পিঠে। গুলির শব্দে ছুটে আসেন আশেপাশের লোকজন। রাজেশকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় নৈহাটির একটি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়, আরজিকর হাসপাতালে।
আরও পড়ুনঃ বিজেপির সাংসদ নিশীথ প্রামানিক অস্ত্রের ডিলার! বিস্ফোরক মন্তব্য মন্ত্রী রবীন্দ্রনাথের
পরিবারের লোকেদের দাবি, বাড়িতেই ছিলেন রাজেশ। দুপুরে যখন খাচ্ছিলেন, তখন সন্তোষ যাদব নামে এক ব্যক্তির ফোন আসে। সন্তোষকে আগে থেকে চিনতেন রাজেশ। ফোন পাওয়ার পর তড়িঘড়ি খাওয়া সেরে বাড়িতে বেরিয়ে যান তিনি।
এরপর স্থানীয় গৌরীপুর জুটমিলের পিছনে পৌঁছলে, ওই দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখনই রাজেশকে লক্ষ্য করে আচমকাই সন্তোষ গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানাযায়, জুয়ার টাকা নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় চাকরির নাম করে টাকা তুলতে গিয়ে আটক ছয়
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শক্রতার জেরেই রাজেশকে গুলি করে খুনের চেষ্টা করেছে সন্তোষ। অভিযুক্ত সন্তোষ যাদব ফেরার। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় নিয়মিত জুয়ার আসর বসায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। টাকা ভাগ নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584