নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
আন্তর্জাতিক আলো দিবসে স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের সংবর্ধনা স্বরূপ আলো ও শব্দ সম্মিলিত এক প্রদর্শনী অনুষ্ঠিত হল রবীন্দ্র সেতুকে নতুন নতুন রঙে রাঙিয়ে।কলকাতা পোর্ট ট্রাস্ট আয়োজিত এই প্রদর্শনীতে ডিজিটাল এলইডি আলোর বিচ্ছুরণে হাওড়া ব্রিজ নতুন সাজে সেজে ওঠে।
West Bengal: Rabindra Setu, also known as Howrah Bridge, illuminated today by Kolkata Port Trust on the occasion of International Day of Light, to pay tribute to #COVID19 frontline workers for their contribution in the fight against the pandemic. pic.twitter.com/7Ble5KvVVp
— ANI (@ANI) May 16, 2020
৬০ বছর আগে আজকের দিনেই এক আমেরিকান পদার্থবিদ ও ইঞ্জিনিয়ার থিওডর মাইম্যান সফলভাবে লেজার অপারেশন করেন। তারপর থেকেই প্রত্যেক বছর ১৬ ই মে দিনটি আন্তর্জাতিক আলো দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আরও পড়ুন:পুর স্বাস্থ্যকর্মীদের জন্য উৎসাহভাতা
সপ্তাহ খানেক আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এবং করোনা যোদ্ধাদের উৎসাহ দিতে আলোকিত করা হয়েছিল এই হাওড়া ব্রিজ।
গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কলকাতা সফরে এসে এই লাইট এবং সাউন্ড সিস্টেম উদ্বোধন করে যান। (ফিচার ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584