মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কোভিড পরিস্থিতির কারণে লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ রাজ্যের। তবে চলছে এক্সপ্রেস ট্রেন। কিন্তু এখন আর সংরক্ষিত টিকিট ছাড়া দূরপাল্লার ট্রেনে যাত্রা করা যাচ্ছে না। আর এই সুযোগটাই নিচ্ছেন টিকিট পরীক্ষকরা। বেআইনিভাবে টিকিট ছাড়াই যাত্রীদের দূরপাল্লার ট্রেনে তুলে দিচ্ছেন বেশ কয়েকজন টিটিই। এমন অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসেছে রেল বোর্ডের সেন্ট্রাল টিকিট চেকিং বিভাগ।
কয়েকদিন আগে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসে বিনা টিকিটে বেআইনিভাবে চারযাত্রীকে তুলে দেন হেড টিটিই গোলাম নবি। এরপর খবর পেয়ে কানপুর স্টেশনে ওই যাত্রীদের আটক করে রেল বোর্ডের সেন্ট্রাল টিকিট চেকিং বিভাগের আধিকারীকরা। সেখানেই ছিলেন রাজধানীর হেড টিটিই গোলাব নবি। তাঁর কাছ থেকে বাড়তি হাজার হাজার টাকা উদ্ধার করেন সেন্ট্রাল টিকিট চেকিং বিভাগের আধিকারীকরা। যাত্রীদের থেকেই ওই বাড়তি টাকা নেওয়া হয়েছে বলে জানায় তদন্তকারী দল। এরপর গোলাব নবি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রেল বোর্ড।
আরও পড়ুনঃ জি-২০ বৈঠকে যোগ দিতে আগামী ২৯ অক্টোবর রোম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শুধু তাই নয়, ওই হেড টিটিই-র বিরুদ্ধে পূর্ব রেলের সিসিএমের কাছেও রিপোর্ট পাঠায় বোর্ড। এরপর, গোলাম নবিকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য সেন্ট্রাল চেকিং বিভাগকে নির্দেশ দেন হাওড়ার সিনিয়র ডিভিশন্যাল কমার্শিয়াল ম্যানেজার রাজীব রঞ্জন।
আরও পড়ুনঃ কোমর্বিডিটি থাকা শিশুদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের
তিনি বলেন, “যে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত টিকিট কেটে উঠতে হয়, সেই ট্রেনে বিনা টিকিটে যাত্রী তোলা অত্যন্ত অপরাধ। এই ঘটনায় সারপ্রাইজ চেকিংও হয়ে থাকে। যার কারণে এই বেআইনি কাজগুলো ধরা পড়ে।” সাধারণত, রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসে এই ধরনের বেআইনি কাজ বেশি দেখা যায়। এমনটাই দাবি রেল বোর্ডের সেন্ট্রাল টিকিট চেকিং বিভাগের কর্মীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584