অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
আজ দুপুর বারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার দেবীপুর জি টি রোড বাজারে, জি টি রোড -এর উপর বর্ধমান থেকে কলকাতা মুখী একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টে যায়।
চায়ের দোকানের মালিক ও তার ছেলে ভেতরে থাকার ফলে আহত হয় এবং তাকে এলাকার মানুষ দ্রুততার সঙ্গে চিকিৎসালয়ে নিয়ে যায়। আহত চায়ের দোকানের মালিকের নাম শেখ লকাই।চায়ের দোকানে সেই সময় কোনো লোকজন না থাকার ফলে কোন বড়োসড়ো ঘটনা ঘটেনি।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় দশম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ৩
জানাযায় বর্ধমান থেকে কলকাতাগামী একটি ট্রাক খুব দ্রুতগতিতে আসছিল এবং রাস্তার ডান দিকে রাস্তার পাশে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল, প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাক্টরটিকে ধাক্কা মারে এবং রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে যায় ও উল্টে যায়। রাস্তার উপর আড়াআড়িভাবে উল্টে যাওয়ার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
আরও পড়ুনঃ দীঘায় প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র বিজেপি যুব নেতাকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়,এরপর মেমারি থানার পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় এবং দুটি রিকভারি ভ্যানের মাধ্যমে রাস্তার উপরে পড়ে থাকা গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584