সবজি বিক্রিতে বাধা, ঝরঝরে ইংরাজিতে প্রতিবাদ করলেন মহিলা সবজি বিক্রেতা

0
119

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সবজি বিক্রেতা ঝরঝরে ইংরাজিতে প্রতিবাদ করছে! হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। কিন্তু এটাই সত্যি। পুরসভার লোকেরা রাস্তার ধারে সবজি বিক্রি করতে বাধা দিয়েছে। ঝরঝরে ইংরাজিতে তার প্রতিবাদ করছেন এক মহিলা সবজি বিক্রেতা। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

vegetable seller | newsfront.co
ছবিঃ টুইটারের ভিডিও-র স্ক্রিনশট

প্রতিবাদের সময় ইংরাজিতে ওই মহিলা সবজি বিক্রেতা বলছেন, ‘‘বাজার বন্ধ। খরিদ্দার নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি। কিন্তু পুরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছেন না। আমার পরিবারে ২০ জন ব্যক্তি। কী করে রোজগার করব? কী খাব? কী ভাবে বাঁচব?’’

জানা গিয়েছে, ওই মহিলা সবজি বিক্রেতার নাম রাইসা আনসারি। বাড়ি মধ্যপ্রদেশের ইনদওরে। তাঁর ইংরাজি শুনে সেখানে উপস্থিতরা তাঁর শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন। তাঁর উত্তরে সবজি বিক্রেতা দাবি করেন, তিনি ইনদওরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন।

এত শিক্ষিত হওয়া স্বত্ত্বেও কেন তিনি সবজি বিক্রি করছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘‘আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে?’’ তাঁর অভিযোগ, ‘‘করোনাভাইরাস মুসলিমদের জন্যই বেড়েছে এই ধারণা সর্বত্র। যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনও কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে উৎসাহী নয়।’’

আরও পড়ুনঃ হায়দ্রাবাদ এনকাউন্টার: তদন্ত কমিশনের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি

করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও জাঁকিয়ে বসেছে এই মারণ ভাইরাস। আর তাই করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার কারণে বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সেই কারণে লকডাউনের সময়সীমাও বেড়ে চলেছে। দীর্ঘদিন কর্মসংস্থান বন্ধ থাকায় বা অফিস যেতে না পারায় কাজ হারিয়েছেন বহু মানুষ। সেই তালিকার অন্যতম নাম রয়েছে ইনদওরের আনসারিরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here