নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের আবাস খাস জঙ্গল এলাকায় কৃষক মান্ডি সংলগ্ন মাঠে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার জন্য পাঠায়। মৃত ওই মহিলা স্থানীয় এলাকার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। আনুমানিক ৪৬ বছর বয়সী ওই মহিলার নাম রুকমনি রুইদাস।
আরও পড়ুনঃ খড়গপুর আইআইটি -র এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তা জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লকডাউন চলছে,মানুষ গৃহবন্দি অবস্থায় রয়েছেন, সেই সময় ওই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মেদিনীপুর সদর ব্লকের আবাস খাস জঙ্গল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584