মনিরুল হক, কোচবিহারঃ
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতয়ারডাঙ্গা গ্রাম এলাকায়। ওই মহিলার অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ওই মহিলার দেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলো যুবক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম পাতু মন্ডল(৫২)। জানা গেছে, ওই মহিলা রাতে একাই একটি ঘরে ঘুমান। রবিবার সকাল হয়ে গেলেও ওই মহিলা ঘুম থেকে উঠছিলেন না, তা দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করলেও কোনো সাড়া মিলছিল না। পরে ঘরের দড়জা ধাক্কা ধাক্কি করেও কোন সারা পাওয়া যায়নি। তখন বাধ্য হয়ে পিছন দিক দিয়ে তাঁকে ডাকতে গেলে দেখা যায় ওই মহিলার ঘরের মেঝের নিচে সিঁধ কাটা রয়েছে। তাকে ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে তিনি নিজের জমিতে চাষ করা আলু বিক্রয় করেছিলেন। আলু বিক্রির টাকা ওই মহিলার কাছে রয়েছে। সেই টাকা চুরির উদ্দেশ্যে কেউ এসে তার ঘরের সিঁধ কেটেছে, নাকি চোরেরা তার গলা টিপে মেরেছে তা এখন স্পষ্ট না পরিবারের কাছে। এই মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি রাজু সোনার জানান, ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584