রাতের শহরে মহিলাকে জোর করে গাড়িতে তুলে হেনস্থার চেষ্টা, বাঁচালেন প্রতিবাদী দম্পতি

0
102

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দেশের অন্যান্য মেগাসিটির মতো কি রাতের কলকাতা সুরক্ষিত নয় মহিলাদের জন্যও? শনিবার রাতে ঘটে যাওয়া এক ঘটনা সেদিকেই ইঙ্গিত করছে। স্বেচ্ছায় এক পুরুষের সঙ্গে এক মহিলা গাড়িতে বেরিয়েও হেনস্থার মুখে পড়লেও বাঁচাতে এগিয়ে আসেননি কোনও পুলিশকর্মী।

Rape | newsfront.co
প্রতীকী চিত্র

গোটা ঘটনায় কোনও পুলিশের দেখাই পাওয়া যায়নি। পাশের গাড়িতে থাকা এক দম্পতি দেখে সামনে গাড়ি আটকে ওই তরুণীকে বাঁচালে প্রতিবাদী মহিলাকে ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে যায়।প্রতিবাদী মহিলা রুবি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে হাসপাতালে গিয়ে গোটা ঘটনা জানতে পারে পুলিশ। ওই মুহূর্তে ওই দম্পতি না থাকলে তার যে কি হত ভেবে শিউরে উঠছেন ওই তরুণী।

couple and the lady | newsfront.co
বাঁদিকে প্রতিবাদী দম্পতি এবং ডান দিকে আক্রান্ত তরুণী। নিজস্ব চিত্র

এদিকে বছর ৩১-এর যেই তরুণীকে ঘিরে গোটা ঘটনা তিনি পুলিশকে জানিয়েছেন, অমিতাভ বোস নামে এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বন্ধুত্ব হয়েছিল।

আরও পড়ুনঃ মদন মিত্রের অফিসে ঢুকে স্টিং অপারেশন, ধৃত প্রেসিডেন্সির পড়ুয়া-সহ ৩

অমিতাভ তাঁকে দেখা করতে অনুরোধ করলে তিনি একা একাই শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে যান। অমিতাভ তাকে নিজের গাড়িতে চাপিয়ে এদিক-ওদিক ঘোরাঘুরি শুরু করেন। ধীরে ধীরে রাত হয়ে গেলে মহিলা বাড়ি যাবেন বলে তাকে বাড়ি নামিয়ে দেওয়ার অনুরোধ করেন।

কিন্তু এরপরই স্বমূর্তি ধরে ওই যুবক। মহিলা বাড়ির দিকে গাড়ি না ঘুরিয়ে ইএম বাইপাস দিয়ে জোরে জোরে গাড়ি চালাতে থাকেন তিনি। মহিলা বুঝতে পারেন ওই যুবকের ভাবগতিক ভালো নয়। সে অন্য কিছু করার মতলবে রয়েছে।

আরও পড়ুনঃ ‘শিক্ষক দিবস’ -এর দিনেই প্রতীকী অনশনে কলেজের শিক্ষক-শিক্ষিকারা

আক্রান্ত মহিলা গাড়ি থেকে জোরে জোরে চিৎকার করা শুরু করেন। অভিযোগ তখনই তাকে গাড়ির মধ্যেই হেনস্তা করা শুরু করে ওই যুবক। এরপর কালিকপুরের কাছে অভ্যুদয় হাউজিং কমপ্লেক্স-এর সামনে সেই মহিলাকে শারীরিক নিগ্রহ করতে শুরু করে অমিতাভ। ওইখানেই আক্রান্ত মহিলার চিৎকার শুনে গাড়ি করে যাওয়ার সময়ে নীলাঞ্জনা চ্যাটার্জি ও তাঁর স্বামী দীপ সৎপতি সাহায্যের জন্য এগিয়ে আসেন।

তাঁরা সেই সময় এক আত্মীয়ের বাড়ি থেকে গাড়ি চালিয়ে ফিরছিলেন। তারা আক্রান্ত মহিলা ও অমিতাভের গাড়িটি আড়াআড়ি ভাবে আটকে দেন এবং গাড়ি থেকে নেমে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি থেকে আক্রান্ত মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেন এই যুবক।

টাটা পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করেন আর সেই সময় প্রতিবাদী দম্পতির মধ্যে ওই মহিলা বাঁ পায়ে চোট লাগে। তাকে ধাক্কা মেরে ওই যুবক গাড়ি নিয়ে পালিয়ে যান। এরপরই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। যদিও পলাতক ওই যুবকের এখনও খোঁজ পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here