দাসপুরে ভেঙে পড়ল কাঠের সেতু সহ দোকান

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাঠের সেতু সহ পাকা দোকান ঘর। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২নম্বর ব্লকের চকসুলতানে হঠাৎই একটি দোকান সহ কাঠের সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পলাশপাই খালে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। দিন কয়েক আগে থেকেই এই পলাশপাই খালের পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছিল। খালের পাড় বরাবর বেশ কিছু জমি ইতিমধ্যেই চলে গিয়েছে খালের জলে। এরপরেও টনক নড়েনি প্রশাসনের, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

    A wooden bridge collapsed at Daspurভেঙে পড়া সেতু ও দোকান। নিজস্ব চিত্র

সোমবার দুপুরে ভয়াবহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে খালটি সংষ্কার করার ফলেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। খালের উপর কোন মানুষ না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেচ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here