নিজস্ব সংবাদদাতা,মালদহঃ মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল মালদা এক্সপো মেলার এক কর্মী। রবিবার গভীর রাতে তলিয়ে যাওয়া দেহটি উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ ও স্থানীয় ডুবুরিরা।এদিন বিকেলে আরো দুই জন কর্মীর সঙ্গে নদীতে স্নান করতে যান তিনি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত যুবকের নাম রাহুল সিং। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ এলাকায় । এক্সপো মেলায় কাজ করতে ওই যুবক মালদায় আসে। রবিবার বিকাল চারটা নাগাদ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মহানন্দা দ্বিতীয় সেতুর সংলগ্ন মহানন্দা নদীতে চান করতে যায়।
জলের গভীরতায় গিয়ে উঠতে না পেরে তলিয়ে যায় রাহুল নামে ওই যুবক। ঘটনায় মেলা কর্তৃপক্ষকে খবর দিলে তারা ইংরেজবাজার থানায় খবর দেয়। পুলিশ ডুবুরি নামিয়ে শুরু করে তল্লাশি। গভীর রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেহটি।দেহটি ময়না তদন্তের পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584