শ্যামল রায়, পূর্বস্থলীঃ
মঙ্গলবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো পলাশীপাড়া থানার পুলিশ।পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম ফরিদ আলী শেখ,বয়স৩২। বাড়ি পূর্বস্থলী থানার পাঠান গ্রামে।পুলিশ সূত্রে এবং মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে যে সোমবার দুপুরে ফরিদ আলী বেড়াতে এসেছিল পলাশীপাড়া বড় নলদা গ্রামে।

আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে রাতের খাবার খাওয়ার পর পাশের ঘরে শোয়ার ব্যবস্থা করা হয়েছিল।
ভোরবেলা ঘরের দরজা খুলতে দেরী করায় বাড়ির লোকেরা থানায় খবর দেয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে যুবকের।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে স্বাস্থ্যের হাল ফেরানোর দাবিতে কংগ্রেসের ডেপুটেশন
যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এদিন মৃতদেহটির কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্ত করাহয়।
তারপর মৃতদেহটি তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই জানা যাবেনা ৷ তবে ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584