নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এবার আধারকার্ড সংশোধন করতে গেলে টাকা দিতে হবে। বায়োমেট্রিক সংশোধনের জন্য ১০০ টাকা এবং বায়োমেট্রিক বাদে ঠিকানা, নাম, ফোন নম্বর প্রভৃতি যেকোনও কিছু সংশোধনের জন্য দিতে হবে ৫০ টাকা চার্জ। বৃহস্পতিবার টুইট করে একথা ঘোষণা করলেন আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই।
সংস্থার তরফে টুইটে জানিয়েছে, আধার কার্ডে একটি বা একাধিক বিষয়ে সংশোধন করতে এবার থেকে প্রয়োজন হবে ১০০ টাকা (যদি কেউ বায়োমেট্রিক সংশোধন করান সেক্ষেত্রে) বা ৫০ টাকা (বায়োমেট্রিক বাদে অন্য কোনওকিছু সংশোধনের ক্ষেত্রে)।
#AadhaarUpdateChecklist
No document required to update mobile number in Aadhaar. Just carry your Aadhaar to any nearby Aadhaar Kendra and place an update request.
(Charges: Rs. 50). Get details of nearby Aadhaar Kendra from: https://t.co/oCJ66DD0fK pic.twitter.com/nKpdD59sqQ— Aadhaar (@UIDAI) August 28, 2020
আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়া পাশ হবে না, রায় সুপ্রিম কোর্টের
শুধু তাই নয়, সংশোধনের জন্য কী কী নথি গ্রহণযোগ্য, সেগুলোর একটি তালিকাও সেই টুইটে দিয়ে দিয়েছে ইউআইডিএআই। নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা অনলাইনেও এই সংশোধন করা যাবে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584