ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভ্যাকসিন নেওয়ার জন্য এখন আর বাধ্যতামূলক নয় আধার কার্ড। শুধুমাত্র আধার কার্ড না থাকার জন্য ভ্যাকসিন বা হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না, জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)।
ইউএডিএআই সাফ জানিয়েছে, আধার কার্ডের অজুহাত দেখিয়ে কোনও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না কাউকেই। চিকিৎসা বা টিকার ক্ষেত্রে কোনও কারণে কেউ যাতে বঞ্চনার শিকার না হয়, তা নিশ্চিত করতেই এই বিবৃতি দিল আধার কর্তৃপক্ষ।
দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঝড়ে বেসামাল স্বাস্থ্য ব্যবস্থা। আকাল অক্সিজেন, বেড, ওষুধ এমনকি ভ্যাকসিনেরও। এরই পরিস্থিতিতে ইউআইডিএআই-এর এই বিবৃতি অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ।
আরও পড়ুনঃ রাস্তায় বেরোনোর জন্য ই-পাস চালু করল কলকাতা পুলিশ
ইউআইডিএআই-এর বিবৃতিতে জানানো হয়েছে, ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র না থাকলে বা যদি কোনও কারণে আধার অনলাইন ভেরিফিকেশন সম্ভব না হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০১৬-র আধার আইনে উল্লেখিত নিয়ম অনুযায়ী পরিষেবা দিতে হবে।
আরও পড়ুনঃ ‘ভ্যাকসিন বিদেশে পাঠালেন কেন?’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার দিল্লিতে, গ্রেফতার ১২
উল্লেখ্য, আধার না থাকায় হাসপাতালে ভর্তির মতো অত্যাবশ্যক জরুরী পরিষেবা দিতে অস্বীকার করা হয়েছে, এমন খবর উঠে এসেছে এই অতিমারিতেও। আধার প্রদানকারী সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ্বতা ও দায়বদ্ধতা সুনিশ্চিত করাই আধারের লক্ষ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584