দিল্লির কোর্টের রায়ে স্থগিতাদেশ সিবিআই স্পেশাল কোর্টের, আকর প্যাটেলের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

0
72

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দেশ ছাড়তে পারবেন না অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন কর্তা আকর প্যাটেল, নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। দিল্লির আদালত সিবিআই কে নির্দেশ দেয় আকর প্যাটেলের বিরুদ্ধে জারি করা লুক আউট সার্কুলার প্রত্যাহার করে নেওয়ার। পাশাপাশি আদালত এও বলে যে সিবিআই-কে লিখিত ভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে আকরের কাছে।

aakar patel cant leave country
ছবিঃ দ্য হিন্দু

আদালতের নির্দেশ পাওয়ার পরেও আকর কে বেঙ্গালুরু বিমানবন্দরে ফের আটকায় অভিবাসন দপ্তর। জানা যায় কোর্টের নির্দেশের পরেও বহাল রয়েছে সিবিআই-এর জারি করা লুক আউট সার্কুলার। শনিবার বিশেষ সিবিআই জাজ সন্তোষ স্নেহি দিল্লির আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে জানান দেশ ছেড়ে যেতে পারবেন না অ্যামনেস্টি ইন্টারন্যাসনালের প্রাক্তন প্রধান আকর প্যাটেল। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ এপ্রিল, ওইদিন প্যাটেলকে তাঁর উত্তর দিতে নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

আরও পড়ুনঃ ২ টি ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামী রাম রহিম ‘হার্ডকোর’ বন্দি নয়, জানালো পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট

সিবিআই-এর আইনজীবী নিখিল গোয়েল এদিন আদালতে বলেন তদন্তে যদি কাউকে গ্রেপ্তার না করা হয় তার জন্য তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা যাবে না এমনটা নয়। মামলার শুনানিতে প্যাটেলের আইনজীবী তনভির আহমেদ মির বলেন, তদন্তকারী আধিকারিক খুব ভাল ভাবে জানতেন যে সেদিনই মধ্যরাতের উড়ানে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আকরের। এবং আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয় একথা অভিবাসন দপ্তরকে তখনই যাতে সিবিআই জানিয়ে দেয়, কিন্তু তারা তা করেননি। আরো একটি পৃথক মামলায়  সিবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রধান আকর প্যাটেল। সেই মামলার শুনানি হবে আগামী ১৩ এপ্রিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here