নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যতই আক্রমণ ব্যাটিং করার জন্য বুম বুম আফ্রিদি নামে পরিচিত হন। যতই ব্যাট হাতে নিজের দেশ পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপে জেতান। যতই বিশ্বের শেষ্ঠ অল রাউন্ডারদের মধ্যে রেকর্ড বুকে নিজের নাম করুন। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক আমির সোহেল কিন্তু মনে করছেন আফ্রিদি না পারেন ভালো ব্যাট করতে না পারেন ভালো বল করতে। অতীতের প্রসঙ্গ টেনে এক ঝাঁক অভিযোগ আনেন।
তার কথায়,”আমি যদি অধিনায়ক হতাম তাহলে ১৯৯৯-এর বিশ্বকাপে আফ্রিদিকে দলে নিতাম না। বরং মহম্মদ ইউসুফকে নিতাম। আমি যখন অধিনায়ক ছিলাম তখন ঠিক হয় আমরা এমন একজন ওপেনারকে সুযোগ দেব যে নতুন বলে টিকে খেলতে পারবে। আবার রানও করতে পারবে।
আরও পড়ুনঃ বর্ণবৈষম্য মানসিকতার ওপর নির্ভর করেঃ সঙ্গাকারা
আমার ইচ্ছে ছিল মহম্মদ ইউসুফকে বেছে নেওয়ার। বিশ্বকাপে আক্রামের বদলে আমি অধিনায়ক হলে ইউসুফকেই নিতাম। লো-বাউন্সের উইকেটে ও ভালই খেলত। কিন্তু পরিস্থিতি যখন প্রতিকূল থাকে তখন সে না পারে ব্যাটিং করতে, না পারে বোলিং।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584