নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দিল্লির পুরনিগম উপনির্বাচনে পাঁচটির মধ্যে চারটি ওয়ার্ডে জয়ী আম আদমি পার্টি। একটিতে জয়ী কংগ্রেস। গুজরাটের পুর ও পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পরেই দিল্লিতে ভরাডুবি গেরুয়া শিবিরের। গত ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয় উত্তর দিল্লি পুরনিগমের দুটি এবং পূর্ব দিল্লির পুরনিগমের তিনটি ওয়ার্ডে। বুধবার ফল প্রকাশিত হয়।
কল্যাণপুরী, ত্রিলোকপুরী ও রোহিনী সি ওয়ার্ড ধরে রাখল আপ। বিজেপির দখলে থাকা শালিমার বাগ ওয়ার্ডও জিতে নেয় আপ। অপ্রত্যাশিত ভাবে চৌহান বাগের আসনটি জিতে নেয় কংগ্রেস। আপের মহম্মদ ইশরাক খানকে ১০ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হন কংগ্রেসের চৌধুরি জুবের আহমেদ।
আরও পড়ুনঃ অনুরাগ তাপসীর বাড়িতে আয়কর দফতরের হানা
দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা জানিয়েছেন, দলের ভরাডুবির কারণ পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেছেন, শালিমার বাগ আসনটি হাতছাড়া হওয়ায় কার্যতই হতাশ তাঁর দল। তবে আগামী বছর পুরনির্বাচনে বিজেপি ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584