ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কেন্দ্র সরকারের অধীনস্থ সমস্ত কর্মী ও অফিসারদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করে দিল কেন্দ্র সরকার। বুধবার এক বিবৃতিতে কেন্দ্র সরকার জানিয়েছে কেন্দ্র সরকারের আওতায় থাকা সমস্ত সরকারি কর্মী ও অফিসারদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলকভাবে অবিলম্বে ডাউনলোড করতে হবে।
ওই অ্যাপে থাকা সেটিং এ গিয়ে লোকেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি অন রাখতে হবে। অ্যাপ ব্যবহারকারীর মোবাইলই তাকে জানাবে কাছাকাছি যদি কোন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি থাকেন।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক জালিয়াতদের তালিকায় শীর্ষে বিজেপির বন্ধুরাঃ রাহুল
অফিসে ঢোকার ক্ষেত্রে যদি আরোগ্য সেতু অ্যাপ “সেভ” অথবা লো রিস্ক” দেখায় তবেই অফিসে ঢুকতে পারবেন ওই কর্মী বা অফিসার। আর যদি “মডারেট” বা “হাই রিস্ক” দেখায় সে ক্ষেত্রে ওই ব্যবহারকারী কর্মীকে আর অফিসে যোগ দেবার দরকার নেই। তিনি ১০৭৫ নম্বরে ডায়াল করে নিকটস্থ করোনা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করাবেন এবং ১৪ দিনের আইসোলেশনে চলে যাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584