ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
কেন্দ্র সরকার শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিল যে বিমান বা রেল যাত্রার জন্য ‘আরোগ্য সেতু অ্যাপ’ ডাউনলোড করা বাধ্যতামূলক নয়।
অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (এজিএস) এম এন নারগুন্ড সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আনিভার এ অরবিন্দের করা মামলায় কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস অভয় ওকা ও জাস্টিস ইএস ইন্দিরেসের বেঞ্চকে জানান,”আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড না করেই একজন ব্যাক্তি বিমান যাত্রা করতে পারেন। রেল যাত্রার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদিও যাত্রিকেে এক্ষেত্রে নিজে একটি ঘোষণা দিতে হবে। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যদি তারা (যাত্রীরা) এটা করতে চায় করবে, না করতে চায় না করবে।”
Aargoya Setu Installation Not Mandatory For Travel By Air, Rail : Centre Tells Karnataka HC https://t.co/RJCl41Rcaz
— Live Law (@LiveLawIndia) June 12, 2020
মামলার পরবর্তী শুনানির দিন ১০ ই জুলাই ধার্য করে এই মামলায় আরও বড় যে সব বড় আপত্তি গুলো তোলা হয়েছে সে বিষয়ে আদালত রাজ্য ও কেন্দ্র সরকারকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে।
আবেদনকারীর পক্ষে সওয়ালকারী বর্ষীয়ান আইনজীবী কলিন গোনসালভেস আদালতের সামনে তুলে ধরেন যেভাবে ন্যাশনাল ডিরেক্টিভস ফর কভিড ম্যানেজমেন্ট সরকারি ও বেসরকারি কর্মীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করেছে তা ভারতীয় সংবিধানের ১৪,১৯,২১ ধারা অনুযায়ী মৌলিক অধিকারের পরিপন্থী।
আবেদনে আরও জানানো হয় যে পৃথিবীর বহু দেশই করোনা আক্রান্তদের সঙ্গে যোগাযোগের জন্য বহু অ্যাপ বের করেছে। কিন্তু সেখানে সেই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক নয়। তাছাড়াও অন্যান্য দেশের অ্যাপগুলো যোগাযোগের জন্য ব্লুটুথ ব্যবহার করছে। সেখানে আরোগ্য সেতু অ্যাপ ব্লুটুথ ও লোকেশন দুইই ব্যবহার করছে।
আরও পড়ুন:পূর্ণ বেতন মামলাঃ বেসরকারি সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থায় ‘না’ সুপ্রিমকোর্টের
আবেদনকারী আরও দাবি করেন যে কিভাবে আইন পাশ না করেই সেতু অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও এই অ্যাপে অত্যধিক তথ্য চাওয়া হচ্ছে যা ‘পুট্টাস্বামী রায়’এর পরিপন্থী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584