নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স ( AB deVilliers)। আজ শুক্রবার টুইট করে জানালেন একথা। ১৭ বছরের ক্রিকেট জীবনে নিজের দেশ সাউথ আফ্রিকার জার্সিতে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।
এদিন টুইটারে তিনি লেখেন, ‘সফর দারুণ ছিল। তবে এবার সবধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম। অনেক আনন্দের সহকারে নিজের সেরা দিয়ে খেলেছি। কিন্তু ৩৭ বছর বয়সে সেই আগুনটা আর আগের মত উজ্জ্বল ভাবে খুঁজে পাচ্ছি না।’
That’s the reality I must accept – and, even if it may seem sudden, that is why I am making this announcement today. I’ve had my time.
Cricket has been exceptionally kind to me.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
তিনি আরও লেখেন, ‘আমার ক্রিকেটের এই সফরে পাশে থাকা সতীর্থ, বিপক্ষ, কোচ, ফিজিও এবং প্রতিটি স্টাফকে ধন্যবাদ। আমায় সুযোগ দেওয়ার জন্য দলকে অনেক ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা, ভারত যেখানে খেলেছি সমর্থন পেয়েছি সেই সমর্থকদেরও ধন্যবাদ। তবে আমার পরিবার পাশে না থাকলে কোনও কিছুই সম্ভব হত না। আমার মা-বাবা, ভাইরা, স্ত্রী ড্যানিয়েল, আমার সন্তানদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে আমার জন্য। এবার জীবনের নতুন ইনিংসে পরিবারের সঙ্গে থাকতে চাই, এবার সবকিছুর আগে পরিবারকে রাখব।’
আরও পড়ুনঃ ৪০ বছরে খরা কাটিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
উল্লেখ্য, আইপিএলে ২০১১ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-র হয়ে খেলছেন ডেভিলিয়ার্স। আজ ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে আরসিবিকে ধন্যবাদ জানাতে ভোলেননি বিরাট কোহলির সঙ্গী এবি ডেভিলিয়ার্স।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584