উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
নিজের দলই ঘোষণা করতে চান ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। বৃহস্পতিবার বিকালে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেই তিনি নিজের দলের কথা জানাবেন। তিনি বলেন,’দল গঠনের পর একটি ফ্রন্ট গঠন করব। এই ফ্রন্টে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সব দলকেই ফ্রন্টের শামিল করব। আমার দল হবে রাজনৈতিক।
সমাজে পিছিয়ে পরা, দলিতদের সঙ্গে নেব। কংগ্রেসকে সঙ্গে নিতে চাই।’সূত্রের খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ফ্রন্ট নয়, শুধু নিজের রাজনৈতিক দলই ঘোষণা করবেন আব্বাস। কারণ, আসন্ন বিধানসভা ভোটে জোট গড়ার লক্ষ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা অনেক দূর এগিয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ কান্দিতে প্রকাশ্য মঞ্চে ডেকে সরকারি আধিকারিকদের ধমক মন্ত্রীর
গত রবিবার আবার প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহনের সঙ্গে বৈঠক করেছেন। প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রয়াত সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র বলেন,’গত রবিবার আমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর কথা হয়েছে। উনি বিধানসভা ভোটে একটি ফ্রন্ট গঠন করতে চান। তাতে কংগ্রেসকেও চান। তবে ওনারা কংগ্রেসের কোনও জেতা আসন দাবি করবেন না বলে আগেই জানিয়েছিলেন। আমি ২৮শে জানুয়ারি দিল্লি যাচ্ছি। এবিষয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলব। এ রাজ্যের কংগ্রেসের পর্যবেক্ষক জিতিন প্রসাদকে সব কিছু জানিয়ে দেবেন।’
আরও পড়ুনঃ নন্দীগ্রামে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ‘ভূমিপুত্র’ শুভেন্দুর
এবিষয়ে কংগ্রেস শিবিরের পক্ষে জোটের আলোচনা চালিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। তিনি জোট নিয়ে সম্প্রতি কংগ্রেস হাইকম্যান্ডকে একটি রিপোর্টও পাঠিয়েছেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই আব্বাসের দল ঘোষণা পর্যন্ত রাজ্য নেতৃত্বকে বিষয়টির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছে এআইসিসি। পাশাপাশি, বাম দলগুলির সঙ্গেও আব্বাসের জোট আলোচনা চলছে বলেই সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584