আর্থিক প্রতিবন্ধকতা জয় করে রাজ্যস্তরের খেতাবই লক্ষ্য বডি বিল্ডার হালিমের

0
153

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

অদম্য ইচ্ছা শক্তি এবং মনের জোর থাকলে লক্ষ্যে যে পৌঁছানো যায় তা দেখিয়ে দিল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ দেওগাঁয়ের আব্দুল হালিম। তার ইচ্ছা সে বডি বিল্ডার হবে। কিন্তু সেই ইচ্ছা পূরণে মূল বাধা ছিলো অর্থ।

championship | newsfront.co
সাফল্য ৷ নিজস্ব চিত্র
bodybuilder | newsfront.co
সাফল্য ৷ নিজস্ব চিত্র

যার জন্য সে দীর্ঘ দিন ভিন্ রাজ্য কেরালায় শ্রমিকের কাজ করে অবসর সময় প্র্যাকটিস করতো। ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে সে তার লক্ষ্যে অবিচল ছিল।আব্দুল হালিম জানায়, গত ৬ ই মার্চ আলিপুরদুয়ার জেলায় বডি বিল্ডিং ফিটনেস চ্যাম্পিয়নশিপ ২০২১ অনুষ্ঠিত হয়।

father of abdul | newsfront.co
আব্দুল হামিদ, বাবা ৷ নিজস্ব চিত্র

সেই প্রতিযোগিতায় সে অংশ গ্রহণ করে এবং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে।এই কাজে যারা তাকে সাহায্য করেছে তাদের সকলকে সে ধন্যবাদ জানায়। জেলা থেকে রাজ্য স্তরের খেতাব জয় করাই তার মূল লক্ষ্য বলে সে জানায়।

abdul halim | newsfront.co
আব্দুল হালিম ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে, আব্দুল হালিম ওরফে বাপ্পা। ছোট থেকেই তার শরীর চর্চার ওপর নজর ছিল । টিভি দেখে তার মনের মধ্যে ইচ্ছা জন্মায় সে বডি বিল্ডার হবে। কিন্তু সেই ইচ্ছের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। কারণ সংসারের আর্থিক অবস্থা সচল না হলে সব আশা মাঝপথে থেমে যায়।

আরও পড়ুনঃ জুওলজিক্যাল পার্কে মৃত্যু ঘটল অসুস্থ হস্তিশাবকের

তাই অর্থের খোঁজে পড়াশুনা ছেড়ে ভিন্ রাজ্য কেরালায় পাড়ি দেয়। সেখানে সে কাজের ফাঁকে বন্ধুর সহযোগিতায় শরীর চর্চা শুরু করে। এদিকে প্রত্যন্ত গ্রামের ছেলে আব্দুল হালিম পুরস্কার পাওয়ায় খুশির হাওয়া গোটা পরিবার সহ এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here