অমিতের বিরুদ্ধে ফৌজদারি মামলা অভিষেকের, সমন জারি আদালতের

0
75

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে চলছে ফৌজদারি মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাজিরা দেওয়ার সমন পাঠাল বিধাননগরের একটি আদালত। বিধাননগরে রাজ্যের সাংসদ, বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতের তরফে আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে৷

Amit Shah | newsfront.co
ফাইল চিত্র

বিজেপি-র রাজ্য দফতর ৬ মুরলীধর সেন লেনের দফতরে এই সমন এসেছে। তবে এই চিঠি পাওয়ার পরে অমিত শাহ কি সত্যিই আদালতে হাজিরা দেবেন? শুক্রবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, “প্রমাণ আমার বদলে দেবে তদন্তকারী সংস্থা। তবে তখন যেন দিদি সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা প্রতিহিংসা পরায়ণ না বলেন।”

এবিষয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘অমিত’জি আদালতে আসবেন কি না সেটা তাঁর আইনজীবীরা ঠিক করবেন। তবে আমরা মাঠেও আছি, কোর্টেও আছি। আইনের জবাব আইনের পথেই হবে। তৃণমূল রাজনৈতিক ভাবে পারছে না বলেই আদালতের পথে হাঁটছে।”

আরও পড়ুনঃ ক্ষমতায় এলে শিক্ষকদের সব বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলীপের

এই সমন প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, “২০১৮ সালের ১১ অগস্ট কলকাতার মেয়ো রোডে হওয়া বিজেপি-র একটি জনসভায় অমিত শাহ বলেছিলেন এমন কিছু মন্তব্য, যার পরিপ্রেক্ষিতেই এই মামলা। সেই জনসভায় অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন চিটফান্ড সংস্থার দূর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন অমিত শাহ।”

আরও পড়ুনঃ ভোটের হাওয়ায় প্রধানমন্ত্রী মোদির বায়োপিক

সঞ্জয় বসু আরও জানিয়েছেন, “অমিতের সেই বক্তব্য দেশের সর্বত্র সংবামাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর তাতেই অভিষেকের সম্মানহানি হয়। ওই বক্তব্যের পরেই ২০১৮ সালের ২৮ অগস্ট ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ তুলে মামলা করা হয়েছিল।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র অনেক নেতাই অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলছেন। এসব নিয়েও আইনি পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি কয়েক সপ্তাহ আগে ডায়মন্ডহারবারের জনসভায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসিতে যেতেও তিনি রাজি আছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণও চেয়েছেন অভিষেক। এবার অমিত শাহ কী করেন তা ভবিষ্যতই বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here