মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ত্রিপুরার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিন বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল। আগের দু’দফায় ত্রিপুরায় পদযাত্রার অনুমতি পায়নি ঘাসফুল শিবির। তাই এবার ২২ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা করতে চেয়ে আগরতলার পুলিশকে চিঠি দিল তৃণমূল।
প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষপর্যন্ত সেই মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইদিন একই রুটে একই সময়ে অন্য একটি দলের কর্মসূচি রয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, ত্রিপুরায় নিয়ম অনুযায়ী মিছিলের ৭২ ঘণ্টা আগে পুলিশের কাছে লিখিত অনুমতি চাইতে হয়। জানাতে হয়, মিছিলের বিস্তারিত তথ্য। পদযাত্রায় কারা সামিল হবেন, কোন পথে হবে পদযাত্রা, তাও লিখিতভাবে পুলিশকে জানাতে হয়। কিন্তু তৃণমূলের তরফে লিখিতভাবে সেইসব অনুমতি চাওয়া হয়নি বলে দাবি পুলিশের।
আরও পড়ুনঃ হিন্দি দিবসে হিন্দি হরফে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বুধবার পদযাত্রার অনুমতি না পেয়ে বৃহস্পতিবার অভিষেকের পদযাত্রার আয়োজন করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। ফের অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু এবারেও অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো। তবে ১৬ তারিখ থেকেই ত্রিপুরায় পুজো শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ প্রাথমিকে ৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করবে রাজ্য
এখানকার প্রতিটা জায়গায় ধুমধাম করেই পুজো হয়। ফলে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকে। তাই ১৬ তারিখ তৃণমূল কর্মসূচির পরিকল্পনা করলে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এসবের জেরেই ত্রিপুরার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই পদযাত্রার দিন বদলে আগামী ২২ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584