মোহনা বিশ্বাস, কলকাতাঃ
দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১ ট নাগাদ ইডি-র জামনগরের দফতরে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
কয়লা পাচার-কাণ্ডে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তদন্তকারী সংস্থা ডেকেছে। সবারই উচিত, এই তদন্তে তাঁদের সহযোগিতা করা। আমিও সেটা করতেই এসেছি। যেকোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি। তদন্তকারী সংস্থা নিজের কাজ করছে। আমি শুধু দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ওনাদের সাহায্য করছি।”
Delhi: TMC General Secretary Abhishek Banerjee reaches Enforcement Directorate (ED) office
"I have come here as the agency had summoned me. I will cooperate with investigating agency, " he says. pic.twitter.com/pTimzgklea
— ANI (@ANI) September 6, 2021
আরও পড়ুনঃ কোভিড টিকা বিক্রির অভিযোগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি, কেউ বলছে ৫০০ কোটি, কেউ বলছে ১০০০ কোটি। আমি নভেম্বরে প্রকাশ্যে জনসভা থেকে বলেছিলাম, আমার বিরুদ্ধে এরকম কোনও প্রমাণ কেন্দ্রীয় সংস্থা যদি জনসমক্ষে আনতে পারে বা কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি এমন কিছু প্রমাণ থাকলে যদি কেন্দ্রীয় সংস্থা জনসমক্ষে আনতে পারে তবে আমি ফাঁসির মঞ্চ করে মৃত্যুবরণ করতে রাজি আছি। তদন্তকারী সংস্থাকে সব ধরণের সাহায্য করতে প্রস্তুত রয়েছি আমি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584