নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ইডি দপ্তর থেকে ন’ ঘণ্টা পরে বেরিয়ে বিজেপিকে নিশানা করে দৃপ্ত ভঙ্গীতে অভিষেক জানালেন এভাবে আটকানো যাবে না তৃণমূলকে। প্রতিটি রাজ্যে পৌঁছবে তৃণমূল। জীবন বিপন্ন করে হলেও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল।

কয়লা পাচারকাণ্ডে আজ ৬ অগাস্ট , সোমবার ইডি-র দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ন’ঘন্টা ইডি-র দপ্তরে ছিলেন তিনি। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক, জানান, ইডির সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। দিয়েছেন লিখিত জবানবন্দীও।
BJP's tyranny will be defeated. Let BJP put all its might, vigour, threat & resources, mind my words, their resources are going to fall flat. TMC will defeat BJP in next polls: TMC General Secretary Abhishek Banerjee after appearing before ED in alleged coal smuggling case pic.twitter.com/ELnnOJ97ef
— ANI (@ANI) September 6, 2021
সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, “ যাঁদের সরাসরি টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়, তাঁদের বিরুদ্ধে এই এজেন্সিগুলি কোন পদক্ষেপ করেনি কারণ তাঁরা এক্ বিশেষ রাজনৈতিক দলের সদস্য। বিজেপি বিরোধী দলগুলিকে চাপে রাখতেই এসব করা হচ্ছে।“ তিনি এও বলেন যে, তদন্তকারী আধিকারিকদের অবস্থাও অনুমেয়, তাঁদেরও চাপের মুখেই কাজ করতে হয়।
আরও পড়ুনঃ গ্রেপ্তার করা যাবে না শুভেন্দুকে, কার্যত ৫ মামলায় আদালতের রক্ষাকবচ
এদিন অভিষেক বিজেপিকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমি জোর দিয়ে বলছি, তৃণমূল প্রতিটি রাজ্যে যাবে। যেখানে বিজেপি আছে, আমরা যাব। আমরা অন্য দলের মতো ঘরে বসে থাকব না। জীবন বিপন্ন হোক, আমরা লড়াই করবো কিন্তু মাথা নত করব না। ২০২৪ সালে বিজেপি-কে আমরা হারাবোই।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584