বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যুবযোদ্ধাদের পথনির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

0
71

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২০২১ বিধানসভা নির্বাচনে বিভিন্ন বয়সভিত্তিক ভোটারদের মন জয় করতে পৃথক পৃথক পরিকল্পনা নিচ্ছে তৃণমূল। একদিকে মহিলা ভোটারদের মন জয় করতে যেমন হোয়াটসঅ্যাপে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে, ঠিক তেমনই তৃণমূল যুব যোদ্ধারাও যাতে এলাকার যুবকসহ সাধারণ মানুষের কাছে জনসংযোগে পৌঁছে যান, তার জন্য এবার তৃণমূলের যুবযোদ্ধাদের পথনির্দেশ করে দিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhisekh Banerjee | newsfront.co
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

দলের যুব সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এদিন বলেন, শুধু তৃণমূলের ঝান্ডা ধরলেই কাজ শেষ হবে না। তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের মানুষের পাশে থাকতে হবে। রাজনৈতিক রং দেখলে চলবে না। মতাদর্শগত বিভেদ ভুলে সকল মানুষের পাশে থাকতে হবে। ধর্মকে বাদ দিয়ে সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখতে হবে। তাহলেই মানুষ তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের কথা শুনবে।

আরও পড়ুনঃ খাদ্যশস্য বাঁচাতে খোঁজ মৃত রেশন গ্রাহকদের! স্বাস্থ্য দফতরের সাহায্য নেবে খাদ্য দফতর

আগামী দিনে বাংলার যুবকদের দেশের মধ্যে মডেল হতে হবে। বাংলার যুবদের দেখে যাতে সারা ভারত ভাবতে পারে তার ব্যাবস্থা আমাদের করতে হবে। এইজন্য আমাদের দলের যুব শক্তিকে এগিয়ে আসতে হবে। দেশের কাছে বাংলার যুব শক্তিকে প্রতিষ্ঠা করতে একমাত্র আপনারাই পারবেন।

আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স এবার মিলবে অনলাইনেই! করোনা পরিস্থিতিতে ঘোষণা পুরসভার

একই সঙ্গে তাঁর নির্দেশ, তৃণমূলের যুবযোদ্ধাদের সবসময় রাজনৈতিক কর্মকান্ডে আসার থেকেও এখন মানুষের সঙ্গে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। মহামারী থেকে ঘূর্ণিঝড়ের মতো একাধিক সমস্যায় জর্জরিত মানুষ। তাই বিপদের দিনে তাদের পাশে থাকলে তবেই মানুষ তৃণমূলের পাশে থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here