ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
এবার আগরতলায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার আগরতলায় বেলা ২টোয় শুরু হবে তৃনমূলের মিছিল। এই মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা দখলের লক্ষ্যে এই প্রথমবার একেবারে রাজ্যের রাজধানী আগরতলায় শক্তি প্রদর্শন করতে চলেছে তৃনমূল।
শুধু অভিষেক নন, আগামী বুধবারের এই মিছিলে থাকতে পারেন রাজ্যের বেশ কিছু সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত। গত বুধবার আগরতলায় সিপিএমের রাজ্য দপ্তর সহ বেশ কয়েকটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে। এই ঘটনায় সিপিএমের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল৷ এছাড়াও ত্রিপুরায় গিয়ে হামলার মুখে পড়েন তৃনমূলের ছাত্র-যুব নেতারা, উল্টে তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে বিপ্লব দেব সরকার।
আরও পড়ুনঃ স্বস্তিতে ফিউচার গ্রুপ, সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
এই আবহে আগামী বুধবারের মিছিল যে নির্বিঘ্নে হবে না এমনটা মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিকে অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরা দখল করবেন তাঁরা। ইতিমধ্যে দিল্লিতে গ ৯ ঘণ্টা ইডি জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। এরপরেও অভিষেক সাফ জানান, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে তিনি ঘরে বসে থাকবেন না। এবং তা যে শুধু মুখের কথা নয়,আগামী বুধবার অভিষেকের আগরতলায় মিছিলই তার প্রমাণ বলছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584