বিদ্যুৎবিল নিয়ে সিইএসসি পিছু হটতেই ‘কলকাতার জয়’ বলে ট্যুইট অভিষেকের

0
118

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সরকারের লাগাতার প্রশ্নের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল সিইএসসি। গ্রাহকদের শুধুমাত্র জুন মাসের বিল জমা দেওয়ার কথা ঘোষণা করেন সংস্থার ভাইস-চেয়ারপার্সন অভিজিৎ ঘোষ। তার পরেই এই ঘটনাকে ‘কলকাতার জয়’ বলে ট্যুইট করলেন তৃণমূল যুব নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhisekh Banerjee | newsfront.co
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

পরিস্থিতি সামলাতে যে শাসকদলই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, সরাসরি না বললেও রাজ্যবাসীকে মনে করিয়ে দিতে চাইলেন তিনি। রবিবার এপ্রিল, মে মাসের বিদ্যুৎ বিল নিয়ে চাপের মুখে পিছু হটে সিএসসি কতৃপক্ষ।

সংস্থার ভাইস চেয়ারপার্সন অভিজিৎ ঘোষ জানান, আপাতত গ্রাহকদের জুন মাসের বিল জমা দিতে হবে। এপ্রিল ও মে মাসের বিল নিয়ে সংস্থা বিবেচনা করছে।

আরও পড়ুনঃ কমছে ইলেক্ট্রিকের বিল, জুন মাসের টাকা দিলেই হবে, জানাল সিইএসসি

সিএসসি কতৃপক্ষের এমন বক্তব্যের পর ক্রেডিট নিতে ময়দানে নামেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। রবিবার রাত ৮.২৮ নাগাদ তৃণমূল যুবসভাপতি একটি ট্যুইট করেন। তিনি ট্যুইটে লেখেন ” কলকাতার জয়”। সিএসসি কতৃপক্ষর ঘোষনাও ট্যুইটে বিস্তারিত লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তার ট্যুইটের পরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় এলাকাভিত্তিক লকডাউন, জেলাশাসকরাই দেবেন অনুমতি

যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ বলেন, ‘বিদ্যুৎয়ের বিল নিয়ে আন্দোলন করেছে যুবমোর্চা। আমাদের লাগাতার আন্দোলনে পিছু হটেছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। তবে আমাদের নৈতিক জয়কে হাতিয়ার করতেই অভিষেক ব্যানার্জি ট্যুইট করেছেন বলে জানিয়েছেন তাপস ঘোষ। কলকাতার বিদ্যুৎয়ের বিল নিয়ে অবশ্য সরকারের তরফে বিবৃতি দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সরকারের লাগাতার চাপের ফলে সিইএসসি সমঝোতায় এসেছে বলেও জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here